Search This Blog

Translate

Theme images by kelvinjay. Powered by Blogger.

Updated

Updated

অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ৭টি ধাপ দেখে নিন

 

অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ৭টি ধাপ দেখে নিন

২০২৫-২৬ করবর্ষ থেকে সকল করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অনেকেই এখনো জানেন না কিভাবে অনলাইনে রিটার্ন জমা দিতে হয়।
সম্প্রতি রিটার্ন জমা দেওয়ার সাতটি ধাপের বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।




সম্প্রতি রিটার্ন জমা দেওয়ার সাতটি ধাপের বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানিয়েছে, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রথমে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ডসহ মোবাইল ফোন নম্বর এবং একটি টিআইএন প্রয়োজন। প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইন-ইন করে প্রফাইলের তথ্য প্রয়োজনমতো আপডেট করা যাবে।

পারিবারিক ব্যয়, সম্পদ ও দায় এবং কর পরিশোধের তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করা যাবে।

তবে তথ্য ইনপুট দেওয়ার সময় সব প্রমাণপত্র দেখে সঠিকভাবে তথ্য প্রদান করা বাঞ্ছনীয়।

রিটার্ন জমা দেওয়ার ৭টি ধাপ
১. Assessment প্রথমে আপনাকে কিছু মৌলিক তথ্য দিতে হবে।

(ক) Assessment information : Assessment year, Income year ইত্যাদি।

(খ) Heads of income- চাকরি হতে আয়, সম্পত্তি ভাড়া হতে আয়, কৃষি আয়, ব্যবসা আয়, মূলধনী লাভ, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উৎসের আয়।
এই খাতসমূহের মধ্যে প্রযোজ্যটি সিলেক্ট করতে হবে।

(গ) Additional information- আয়ের প্রধান উৎসের অবস্থান এবং অন্যান্য আয়।

(ঘ) IT-10B requirements সম্পদ সম্পর্কিত তথ্য যেমন—সম্পদের পরিমাণ, মোটর গাড়ি ইত্যাদি।

২. Income– এই পেজে খাতভিত্তিক আয়ের সব তথ্য দিন, যেমন—চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয়।

৩. Rebate– রেয়াতযোগ্য বিনিয়োগ যেমন—জীবন বীমা, ডিপিএস, সঞ্চয়পত্র, জিপিএফ ইত্যাদির তথ্য উল্লেখ করুন।

৪. Expenditure– আপনার বাৎসরিক ব্যয়সংক্রান্ত তথ্য প্রদান করুন।

৫. Asset & liabilities–সম্পদ এবং দায় সম্পর্কে বিস্তারিত তথ্য। যেমন— ব্যবসার মূলধন, অ-কৃষি সম্পত্তি, কৃষি সম্পত্তি, আর্থিক সম্পদ (শেয়ার, ডিবেঞ্চার, সেভিংস সার্টিফিকেট, এফডিআর, ডিপিএস), মোটর গাড়ি, সোনা, হীরা, গৃহস্থালির জিনিসপত্র, নগদ ইত্যাদি। এ ছাড়া ঋণের তথ্যও প্রদান করুন।

৬. Tax & payment–এই সেকশনে সিস্টেম আপনাকে আপনার মোট আয়ের বিবরণ, ট্যাক্স কম্পিউটেশনের বিবরণ, প্রদেয় করের পরিমাণ দেখাবে। এই সেকশন থেকে আপনি ইতোমধ্যে উৎসে কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর, পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করতে পারবেন। এরপর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এই সেকশন হতে আপনি আপনার জন্য প্রযোজ্য প্রদেয় কর মোবাইল ব্যাংকিং যেমন–বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

৭. Return view–এখানে সম্পূর্ণ রিটার্ন দেখাবে, আপনি ভুল কোনো তথ্য এন্ট্রি দিয়েছেন কি না, তা পরীক্ষা করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন এবং সর্বশেষে সাবমিট করতে পারবেন। অনলাইন রিটার্ন পূরণে আপনি চাইলে সব তথ্য একেবারে ইনপুট দিয়ে রিটার্ন দাখিল করতে পারেন আবার প্রয়োজনে সময়ে সময়ে তথ্য ইনপুট দিয়ে সেভ রাখতে পারবেন এবং সময় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সাবমিট করতে পারবেন। সাবমিট করা হলে যেকোনো সময়ে প্রাপ্তি স্বীকারপত্র, রিটার্ন, সার্টিফিকেট, চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, নেবে ৮০০ জন


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, নেবে ৮০০ জন


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের অন্যতম চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে ৮০০ নার্স নিয়োগ দেওয়া হবে। গত সোমবার (১১ আগস্ট) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (১৫ আগস্ট) থেকে এ পদে আবেদনপ্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়া হবে। এর বাইরে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ সংরক্ষিত থাকবে।


পদের নাম ও সংখ্যা—

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ৮০০

আবেদনে বয়সসীমা: বয়স সর্বোচ্চ ৩২ বছর


আবেদনে শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)।


বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

আবেদন ফি: ৫০০ টাকা।


আবেদনে শর্ত—

আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০x২৪০ পিক্সেল); স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল); আবেদন ফি জমার ব্যাংক রসিদের কপি; এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে।

আবেদন করার সময় প্রদত্ত ট্র্যাকিং নম্বর এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরে প্রবেশপত্র প্রিন্ট করাসহ আবেদনপত্র-সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। প্রবেশপত্র প্রিন্ট, লিখিত ও মৌখিক পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকেই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে।


প্রার্থীদের প্রতি নির্দেশনা—

প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদ আপলোড বা দাখিল করতে হবে না। তবে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সময় আবেদনে উল্লিখিত তথ্যের সমর্থনে নিম্নলিখিত সনদের মূল কপি দেখাতে হবে এবং এক সেট ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) অফিসে জমা দিতে হবে। এগুলো হলো

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ;*জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;

*ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশন/পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;

*চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র;

*মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন এবং অসম্পূর্ণ বা মিথ্যা তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগপ্রক্রিয়া চলাকালীন বা নিয়োগের পর যদি কোনো শর্তে অসংগতি বা ভুল তথ্য প্রমাণিত হয়, তবে নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।


আবেদন পদ্ধতি—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক https://bmu.ac.bd/ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।


আবেদনের শেষ তারিখ: ১ সেপ্টেম্বর, ২০২৫।



৪ জেলায় বেসরকারি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

৪ জেলায় বেসরকারি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি


 

মেঘনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ব্যাংকটির কার্ড সেলস বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার টু অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৪ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: মেঘনা ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার টু অফিসার

বিভাগ: কার্ড সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয়


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/এমবিএ

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: ০২ থেকে ০৪ বছর


চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়স: ২৫ থেকে ৩৫ বছর


কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী

বেতন: প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: লক্ষ্য অর্জন এবং কর্মক্ষমতার উপর ভিত্তি করে আকর্ষণীয় প্রণোদনা/কমিশন।


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১৮ আগস্ট ২০২৫