Search This Blog

Translate

Theme images by kelvinjay. Powered by Blogger.

Updated

Updated
» » সেনাবাহিনীতে নিয়োগ, আবেদন শুরু অনলাইনে

 সেনাবাহিনীতে নিয়োগ, আবেদন শুরু অনলাইনে


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গত ২৯ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

কোর্সের নাম : ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স


পদের নাম : অফিসার ক্যাডেট


বয়সসীমা : ১ জুলাই ২০২৬ তারিখে ১৬ বছর ৬ মাস-২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জুলাই ২০২৬ তারিখে ১৮-২৩ বছর।


শারীরিক যোগ্যতা : পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি।


শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) :

১. জাতীয় মাধ্যম : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।

২. ইংরেজি মাধ্যম : 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়েই ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।


৩. সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য : এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।


৪. ২০২৫ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া : বিশেষভাবে উল্লেখ্য, ২০২৫ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন; এ ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে।


নির্বাচিত প্রার্থীরা এইচএসসি/'এ' লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবিতে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের আগে অবশ্যই এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ছাড়া কোনো প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবেন না।


বৈবাহিক অবস্থা : অবিবাহিত

জাতীয়তা : জন্ম সূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে।

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)


আবেদন ফি : অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ২ হাজার টাকা (অফেরতযোগ্য)


বিশেষ নির্দেশনা : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।


আবেদনের শেষ সময় : ১৮ অক্টোবর ২০২৫


আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে View এ ক্লিক করুন View


আবেদন করতে Apply Now এ ক্লিক করুন 

 Apply Now







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply