Search This Blog

আপনাকে আপডেট নিউজ এর সাথে পেয়ে আমরা আনন্দিত এবং আপনার সাথে সমস্ত আপডেট শেয়ার করতে আগ্রহী। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।
Theme images by kelvinjay. Powered by Blogger.

আজকের সর্বশেষ খবর

» » নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের জন্য সহজ ও নিরাপদ ভোটাধিকার: পোস্টাল ভোটিং ব্যবস্থা

 **নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের জন্য সহজ ও নিরাপদ ভোটাধিকার: পোস্টাল ভোটিং ব্যবস্থা**




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ কে  সামনে রেখে প্রবাসে থাকা ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটার, ভোটার এলাকার বাহিরে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোষ্টাল ব্যালটের মধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য ভোটারগনকে Postal Vote bd মোবাইল অ্যাপ ডাউনলোড করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। 


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের পোস্টাল ব্যালট এর মাধ্যমে ভোট প্রদানের নিমিত্তে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। রেজিস্ট্রেশন ব্যতীত নির্বাচনের দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেনা। 


চলুন দেখে নিই Postal Vote bd অ্যাপ রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভোট প্রদানের সম্পুর্ন প্রক্রিয়াঃ-  


ধাপ ০১: প্রথমে App Store অথবা Play Store থেকে Postal Vote BD App টি ডাউনলোড এবং ইনস্টল করুন।

ধাপ ০২: App টি চালু করুন এবং প্রথমে ভাষা নির্বাচন করুন।

ধাপ ০৩। প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে একটি নতুন একাউন্ট তৈরী করুন।

ধাপ ০৪: বাংলাদেশ নির্বাচন করে আপনার মোবাইল নম্বর লিখুন ও সামনে এগিয়ে যান। এরপর আপনার মোবাইলে একটি OTP আসবে। OTP ঠিক হলে আপনার একাউন্ট এর পাসওয়ার্ড দিলে একাউন্টটি তৈরী হয়ে যাবে।

ধাপ ০৫: পুনরায় আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন 

ধাপ ০৬: এই ধাপে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের দিকের ছবি তুলে ভেরিফিকেশন করুন, লাইভলিনেস যাচাই করুন এবং আপনার সেলফি তুলুন।

ধাপ ০৭। এ পর্যায়ে যে ঠিকানায় ব্যালট পেতে চান তা সঠিকভাবে লিখুন 

ধাপ ০৮। এ পর্যায়ে ভোটারের আবেদনের তালিকা অনুযায়ী ব্যালট তৈরী হবে ও বিডি পোস্ট এর মাধ্যমে প্রেরণ করা হবে এবং ভোটার এই সংক্রান্ত স্ট্যাটাস তার app থেকে দেখতে পাবে।

ধাপ ০৯: প্রতীক নির্ধারণের পর ভোটার তার ব্যালটটি হাতে পাওয়ার পর পুনরায় মোবাইল app এ লগইন করতে হবে এবং লাইভলিনেস পরীক্ষা করে নিশ্চিত হতে হবে সেই ব্যক্তিই সঠিক ব্যক্তি কিনা।  

ধাপ ১০: এ পর্যায়ে খামের উপরে থাকা QR কোডটি স্ক্যান করতে হবে এবং সঠিক মোবাইল দ্বারা QR কোডটি স্ক্যান করার পর ভোটার এর ব্যালট প্রাপ্তি নিশ্চিত করা হবে। এরপর ভোটার তার আসনে প্রার্থী ও প্রতীক দেখতে পাবে।

ধাপ ১১। ভোটার ব্যালট এর খামের নির্দেশিকা পড়ে স্বাক্ষর প্রদান করবেন এবং ব্ল‍্যাংক/ফাঁকা ব্যালটটি-তে প্রতীক এর পশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট প্রদান সম্পূর্ণ করবেন।

ধাপ ১২: এখন ব্যালটটিকে প্রথমে ব্যালটের খামে ঢুকাতে হবে এবং তা ফেরত খামে ভরে নিকটস্থ পোস্ট অফিস অথবা পোস্ট বক্সে জমা দিতে হবে।

ধাপ ১৩। ফেরত খামগুলি বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে রিটার্নিং অফিসার এর নিকট পৌঁছে দেওয়া হবে।

ধাপ ১৪: ভোটের দিন তা গণনা করা হবে।

অবাধ,সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারায় উত্তরণের এই গুরুত্বপূর্ণ যাত্রায় অংশীদার হওয়ার সুযোগ রয়েছে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যের। রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিক অধিকার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম হলো পোস্টাল ভোটিং।

নির্বাচনী কাজে নিয়োজিত বাহিনীর সকল সদস্যকে পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা যাচ্ছে।

«
Next
This is the most recent post.
»
Previous
Older Post

No comments:

Leave a Reply