বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্টাস্টের বিশেষ বাস সার্ভিস প্রাথমিক ভাবে ট্টাস্টের ২টি বাস প্রতি শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম ও রংপুর রুটে চলাচল করবে ।
বাহিনীর সদস্যদের জন্য প্রচলিত ভাড়ার তুলনায় ৩০% কম ভাড়ায় এই সেবা প্রদান করা হবে।
রুট বাস ছাড়ার সময় ছাড়ার স্থান ভাড়া
ঢাকা - রংপুর রাত ১০:০০ টা আনসার ও ভিডিপি সদর দপ্তর ৫৫০ টাকা
ঢাকা - চট্টগ্রাম রাত ১০:০০ টা আনসার ও ভিডিপি সদর দপ্তর ৫৫০ টাকা
চট্টগ্রামগামী যাত্রীরা ট্রাস্টের শাটল সার্ভিস (ছোট বাস ) ব্যবহার করে
বান্দরবান ও খাগড়াছড়ি যেতে পারবেন।
টিকিট নিশ্চতকরনের জন্য যোগাযোগ : ০১৭৭৭৭১৫৮২৪
( সহকারী পরিচালক আলামিন )




No comments: